ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ছাগল নিয়ে যাচ্ছিল পুলিশ, ভিডিও করায় সাংবাদিককে মারধর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৬, ২৪ জুন ২০২৩

ভ্রাম্যমাণ পুলিশ ভ্যানে ছাগল নিয়ে যাওয়ার সময় ভিডিও করায় পাকিস্তানে এক সাংবাদিককে মারধরের খবর পাওয়া গেছে। পুলিশ তার ফোন কেড়ে নিয়ে ওই ঘটনার ভিডিও মুছে ফেলেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাংবাদিককে মারধরের ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইউনিফর্ম পরা তিনজন ও সাদা পোশাকের দুজনকে খুঁজছিলেন।

করাচির এসা নগরীর কাছে ছাগলের বাজারে পাঁচ পুলিশ ভ্রাম্যমাণ ভ্যানে ছাগল নিয়ে বসে ছিলেন। সেখানে উপস্থিত হয়ে আওরঙ্গজেব জব্বার নামে বেসরকারি একটি নিউজ চ্যানেলের সাংবাদিক কারণ জানতে চান। সেসময় পুলিশ ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
ওই ঘটনার ভিডিও ধারণ শুরু করলে পুলিশ তার ফোন করে নিয়ে ভিডিও মুছে ফেলে এবং হুমকি দেয়। ওই ব্যক্তিরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্য বলে পরিচয় দেন। যদিও স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তারা বলছে, ভ্রাম্যমাণ সেই গাড়িটি তাদের নয়।

ওই ঘটনা আজিজ ভাটি থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থলে স্থানীয়দের সঙ্গে কথা বলে। তারা বাজারের ছাগল ব্যব্সায়ীদের সঙ্গেও কথা বলে।
পাকিস্তানের ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশন সাংবাদিককে মারধরের ঘটনার নিন্দা জানিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি