ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

উত্তেজনার অবসান, ঘাঁটিতে ফিরছে ওয়াগনার সেনারা

আজহারুল ইসলাম

প্রকাশিত : ০৯:১৫, ২৫ জুন ২০২৩ | আপডেট: ০৯:১৭, ২৫ জুন ২০২৩

অবশেষে উত্তেজনার অবসান। রাজধানী মস্কোর দিকে অগ্রসরমান ওয়াগনার সেনারা বিদ্রোহ তুলে নিয়ে যাত্রা বন্ধ ঘোষণা করেছেন। একইসঙ্গে ঘাঁটিতে ফিরে যাচ্ছে সেনারা। রক্তপাত এড়াতেই যাত্রা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। 

শুক্রবার গভীর রাতে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন। পরে মস্কোর দুটি শহর ও একটি সেনা সদর দখলে নেয় তার বাহিনী।

একপর্যায়ে ওয়াগনারের মস্কোমুখী অগ্রগতি থামাতে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে প্রিগোজিনের আলোচনা হয়। এই সংলাপের প্রেক্ষিতে বিদ্রোহ বন্ধ করে মধ্যস্থতায় রাজি হন তিনি। 

ওয়াগনার যোদ্ধাদের মস্কোর দিকে অগ্রসর না হয়ে ফেরত আসার নির্দেশ দেন প্রিগোজিন। রাশিয়ার রোস্তভ শহরসহ দখল করা অন্যান্য স্থাপনা ছেড়ে দেয়ারও নির্দেশ দেন তিনি।

রক্তপাত এড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রিগোজিন। তবে শর্ত দিয়েছেন, ওয়াগনারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

এতে সম্মতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনও। তবে এখন পর্যন্ত ক্রেমলিনের কোনও মন্তব্য পাওয়া যায়নি। 

এর আগে, ওয়াগনারের বিদ্রোহ শুরুর পর মস্কোর মেয়র সন্ত্রাসবিরোধী অভিযানের ঘোষণা দেন। এই ঘোষণার পর মস্কোজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি