ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা, নিহত ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫, ২৬ জুন ২০২৩

সিরিয়ার ইদলিবে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ৩৪ জন। 

ইদলিবের একটি বাজারে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ওই এলাকার স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেট। 

সংষ্থাটি বলছে, গত কয়েকদিন ধরে ওই এলাকায় আকস্মিকভাবেই রাশিয়ার হামলার পরিমাণ বেড়েছে। 

স্থানীয় পর্যবেক্ষকরা জানিয়েছে, রাশিয়ার একটি বিমান ওই পাহাড়ি অঞ্চলের পাঁচটি হামলা চালায়। এরপরই সবজির বাজারে বোমা ফেলে একটি সুখোই-থার্টি ফোর বিমান।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লাতাকিয়ার খমেইমিম বিমান ঘাঁটি থেকে তিনটি রুশ যুদ্ধবিমান রওনা হয়। এরপর জিসর আল-শুগ জেলার সবজির বাজার ও একটি গ্রামে হামলা চালায় বিমানগুলো।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি