ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হন্ডুরাসে সহিংসতায় ২২ জনের মৃত্যু, কারফিউ জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ২৬ জুন ২০২৩

উত্তর হন্ডুরাসে সহিংসতায় ২২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর কারফিউ জারি করা হয়েছে। 

দেশটিতে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যেে আলাদা হামলায় ২২ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এরপর পর হন্ডুরাস সরকার রোববার উত্তরের দুটি শহরে কারফিউ ঘোষণা করেছে।

পুলিশ প্রেস অফিসের কর্মকর্তা এডগার্দো বারাহোনা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার রাতে উত্তরাঞ্চলীয় উৎপাদনকারী শহর চোলোমার একটি পার্শ্ববর্তী বিলিয়ার্ডস হলে ভারী অস্ত্রধারীরা গুলি চালায়, এতে ১১ জন নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়।

একটি সরকারি সূত্র রয়টার্সকে বলেছে যে শনিবার সান পেড্রো সুলে শহরের গুরুত্বপূর্ণ শিল্প শহর সহ উত্তর ভ্যালে দে সুলা জোন জুড়ে পৃথক হামলায় কমপক্ষে আরও ১১ টি হত্যাকাণ্ড ঘটেছে।

রাষ্ট্রপতি জিওমারা কাস্ত্রো চোলোমাতে আগামী ১৫ দিনের জন্য রাত ৯ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত কারফিউ ঘোষণা করেছেন। 

সূত্র: রয়টার্স

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি