ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ১ জুলাই ২০২৩

ইন্দোনেশিয়ার বৃহত্তম ও সবচেয়ে জনবহুল দ্বীপ জাভায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। এতে রিপোর্ট লেখা পর্যন্ত একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

তবে নিহত ওই ব্যক্তি ভূমিকম্পের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জাকার্তা পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার পর এই ভূমিকম্প আঘাত হানে। 

দেশটির দুর্যোগ মোকাবিলা বিভাগ বিএনপিবি এক বিবৃতিতে এসব তত্য জানিয়েছে।
ভূমিকম্পের জেরে জাভার কেন্দ্রীয় অঞ্চল ও ইয়োগিয়াকার্তা শহরের শতাধিক বাড়িঘর, অফিস, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি।

দেশটির ভূপদার্থ সংস্থা বিএমকেজি জানিয়েছে, জাভা দ্বীপের ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। তবে এই ভূমিকম্পে সুনামির কোনও সম্ভাবনা নেই।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগ্নেয় মেখলা (রিং অব ফায়ার) এলাকার ওপর অবস্থান ইন্দোনেশিয়ার। এই এলাকার টেকটোনিক প্লেটগুলো পরস্পরের সঙ্গে সংঘাতপ্রবণ হওয়ায় দেশটি প্রায়ই ভূমিকম্প ও অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। 

সূত্র: জাকার্তা পোস্ট, রয়টার্স।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি