ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হজে গিয়ে ১৭ হাজারের বেশি মুসল্লি গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ২ জুলাই ২০২৩

এ বছর হজ করতে গিয়ে ১৭ হাজারের বেশি মুসল্লি গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। 

সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, অনুমতি ছাড়া অবৈধ ভাবে হজ পালন করতে আসায় তাদের গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে আবাসিক আইন ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৯ হাজার ৫০৯ জন এবং ভুয়া হজ ক্যাম্প পরিচালনার দায়ে ১০৫ জন আটক হয়।

গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। তবে গ্রেপ্তারকৃতরা কোন কোন দেশের নাগরিক সে বিষয়ে বিস্তারিত জানানো হয় নি।

এদিকে হজ নিরাপত্তা কমিটির প্রধান জানান, হজের বৈধ অনুমতি না থাকায় এ বছর ২ লাখের বেশি মানুষকে মক্কা সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়।    

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি