ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

১২ দিন পর কিয়েভে আবারও রুশ ড্রোন হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ২ জুলাই ২০২৩

১২ দিন পর ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে ড্রোন  হামলা শুরু করেছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার রাতভর এই হামলা হয় বলে জানায় দেশটির এক সামরিক কর্মকর্তা।

তবে কিয়েভের দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রাথমিকভাবে হামলাটি প্রতিহত করেছে।

তাৎক্ষণিক ভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ যায়নি। এদিকে দোনেৎস্কের তিনটি এলাকায় ইউক্রেন ও রাশিয়ার সেনাদের ব্যাপক যুদ্ধ চলছে বলে জানিয়েছে অঞ্চলটির গভর্নর। পর্যাপ্ত অস্ত্রের অভাবে পাল্টা আক্রমণে ধীরগতির কথা জানায় কিয়েভ।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, শুধু পূর্বাঞ্চলই রুশ ভাড়াটে যোদ্ধা দল ওয়াগনারের ২১ হাজার সেনা প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৮০ হাজার।

অন্যদিকে যুদ্ধ শুরুর পর তৃতীয়বারের মতো কিয়েভ সফরে গেছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ। এর আগে গোপনে ইউক্রেনে সফরে যান মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা  সংস্থার প্রধান উইলিয়াম বার্নস।
 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি