ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মস্কো উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় ১২ জন আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ৯ জুলাই ২০২৩

মস্কোর উত্তরাঞ্চলে লেনিনগ্রাদস্কয় মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। জরুরি পরিষেবা সূত্র  রোববার ভোরে তাসকে এ কথা জানায়।

আইন প্রয়োগকারী সূত্র জানায়, ‘ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ছয়জনকে ঘটনাস্থলে চিকিৎসা দেয়াা হয়েছে।’
মস্কো পুলিশ বিভাগের প্রেস সার্ভিস জানায়, দুর্ঘটনা সংশ্লিষ্ট চারজন চিকিৎসা সহায়তা চেয়েছিলেন।

দুর্ঘটনার সময় বাসটিতে ২০ জন লোক ছিল।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি