ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

চীনের কিন্ডারগার্টেনে হামলা, নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ১০ জুলাই ২০২৩

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের লিয়ানজিয়াংয়ের একটি কিন্ডারগার্টেনে ছুরি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত ও একজন আহত হয়েছে।  

সোমবার নগর সরকারের মুখপাত্র এ কথা জানান।

তিনি বলেন, ‘নিহতদের মধ্যে একজন শিক্ষক, দু’জন অভিভাবক ও তিনজন ছাত্র রয়েছে। এ হামলায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।’

এ ঘটনায় ২৫ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে পুলিশ।  এ ঘটনা ‘ইচ্ছাকৃত হামলা’ বলে ধারণা করছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি