ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বৃষ্টি-বন্যা-ভূমিধস, ভারতের উত্তরাঞ্চলে ৩ দিনে ২৮ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ১০ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

ভারী বৃষ্টি, বন্যা আর ভূমিধসে ভারতের উত্তরাঞ্চলে তিন দিনে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। আগামী দু-একদিনে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, নয়াদিল্লী এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

দিনের টানা ভারি বর্ষণে কোথাও ভূমিধস, কোথায় আকস্মিক বন্যা এবং তীব্র জলাবদ্ধতায় কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিবৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে দিল্লীর পার্ক, আন্ডারপাস, মার্কেট, হাসপাতাল চত্বর।

দেশটির একাধিক রাজ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, বৃষ্টিতে দুর্ঘটনা এড়াতে দিল্লী, হিমাচল প্রদেশসহ কয়েকটি রাজ্যে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে হিমাচল প্রদেশে ১৪টি ভূমিধস হয়েছে। বন্ধ হয়ে গেছে বহু রাস্তাঘাট। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি