ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইউক্রেনের সদস্যপদ লাভের তারিখ প্রকাশে অনিচ্ছা ন্যাটোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ১২ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

ইউক্রেনের সদস্যপদের জন্য স্পষ্ট তারিখ প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছে সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলো।

বিবিসি জানায়, যখন জোটের সবাই রাজি হবেন এবং শর্তসমূহ মিলে যাবে তখনই ইউক্রেন ন্যাটোয় যোগ দিতে পারবে বলে মনে করছে রাষ্ট্রগুলোর নেতারা। 

এক বিবৃতিতে ন্যাটো জানিয়েছে, দ্রুত আগানো দরকার তা অনস্বীকার্য, তবে এরজন্য নির্ধারিত সময় বলা যাচ্ছে না। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির টুইটের জবাবে এমন প্রতিক্রিয়া জানালো ন্যাটো। 

সদস্যপদের জন্য স্পষ্ট দিনক্ষণ জানতে চেয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনকে জোটে আমন্ত্রণ জানানো বা সদস্যপদ দেয়ার ব্যাপারে জোটের কোন প্রস্তুতিই নেই।

মঙ্গলবার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে শুরু হয়েছে ন্যাটোর শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে গুরুত্ব পাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে সামরিক সহায়তা জোরদার ও দেশটিকে ন্যাটোর সদস্যপদ প্রদান। যদিও ইউক্রেনকে সদস্য করা নিয়ে সদস্যদেশগুলোর মধ্যে বিভক্তি রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি