ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি হামলায় ১২ সেনা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ১৩ জুলাই ২০২৩

পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি হামলায় ১২ সেনা সদস্য নিহত হয়েছে। পাল্টা হামলায় নিহত হয়েছে ৭ জঙ্গি। চলতি বছরে দেশটিতে জঙ্গি হামলায় একদিনে সর্বোচ্চ সেনা সদস্য নিহতের ঘটনা এটি।

স্থানীয় সময় বুধবার বেলুচিস্তানের জোব ও সুই এলাকায় পৃথক অভিযান চালায় সেনাবাহিনীর দুটি দল। এরমধ্যে সুই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলে নিহত হয় তিন সেনা সদস্য ও দুই জঙ্গি।

একইদিন  জোব ক্যান্টনমেন্টে সামরিক স্থাপনায় হামলা চালায় জঙ্গিরা। সেখানে নিহত হয় আরো ৯ সেনা সদস্য। পাল্টা গুলিতে নিহত হয় ৫ জঙ্গি। ওই সময় একটি যাত্রীবাহী বাস গোলাগুলির মধ্যে পড়ে গেলে এক নারী নিহত হয়। তেহরিক জিহাদ পাকিস্তান- টিজেপি হামলার দায় স্বীকার করেছে।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি