ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় প্রাণহানির নতুন রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০, ১৫ জুলাই ২০২৩

চলতি ২০২৩ সালের প্রথম ছয় মাসের হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনায় নিহতের নতুন রেকর্ডে হয়েছে। 

জানুয়ারি থেকে জুন— এই ছয় মাসে বিভিন্ন অঙ্গরাজ্যে বন্দুক হামলায় যত মানুষ নিহত হয়েছে— দেশটির ইতিহাসে এর আগে ছয় মাসে কখনও এত নিহতের ঘটনা ঘটেনি।

মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), সংবাদমাধ্যম ইউএসএ টুডে এবং নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয় পরিচালিত একটি ডাটাবেজের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মোট ৩৭৭টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে এবং সেসব ঘটনায় নারী ও শিশুসহ নিহত হয়েছেন মোট ১৪০ জন। 

আগের বছর ২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলায় নিহতের সংখ্যা ছিল ২৭ জন। মাত্র এক বছরের মধ্যে নিহতের সংখ্যা বেড়েছে ৫ গুণেরও বেশি।

এই নিহতদের সবাই ‘নির্বিচারে হত্যার’ (ম্যাস কিলিং) শিকার। যুক্তরাষ্ট্রের প্রচলিত পরিভাষায় কোনও এক ব্যক্তির বন্দুক হামলায় যদি একই সময়ে কোনও নির্দিষ্ট স্থানে চারজন বা তার চেয়ে বেশিসংখ্যক মানুষ নিহত হন, সেই হত্যাকাণ্ডকে নির্বিচার হত্যা (ম্যাস কিলিং) বলা হয়।

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা ও যত্রতত্র তার ব্যবহার বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নির্বিচার হত্যাকাণ্ডের সংখ্যা। এমনকি চলতি বছরের ৪ জুলাই দেশটির স্বাধীনতা দিবসেও রাজধানী ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সূত্র: এপি।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি