ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে দালাই লামার সঙ্গে মার্কিন প্রতিনিধির বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৬, ১৫ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে তিব্বত বিষয়ক মার্কিন বিশেষ সমন্বয়কারীর এক বৈঠকের প্রতিবাদ জানিয়েছে চীন। ওই বৈঠকের প্রতি নিন্দা জানিয়েছে গত ১০ জুলাই চীনের পক্ষ থেকে বলা হয়েছে, তিব্বতের বিষয়ে ‘বহিরাগত শক্তির হস্তক্ষেপ করার অধিকার নেই’।

ভয়েস অব আমেরিকা জানিয়েছে, ভারতে নির্বাসিত দালাই লামার সঙ্গে গত ৯ জুলাই তিব্বত বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ সমন্বয়কারী উজরা জেয়া বৈঠক করেন। উজরা জেয়া বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়কে মার্কিন আন্ডার সেক্রেটারিও।

ওয়াশিংটনে দালাই লামার প্রতিনিধি নামগিয়াল চোয়েদুপও ওই বৈঠকে অংশ নিয়েছিলেন। পরে তিনি বলেন, আন্ডার সেক্রেটারি উজরা জেয়া তিব্বত ইস্যুতে মার্কিন প্রশাসনের অব্যাহত দৃষ্টি ও সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।

বৈঠকের পর ভারতের রাজধানী নয়া দিল্লিতে অবস্থিত চীনা দূতাবাস এক টুইটে বলেছে, তিব্বতের স্বাধীনতাকামী বাহিনী ও বিদেশি কর্মকর্তাদের মধ্যে যে কোনো প্রকারের যোগাযোগের তীব্র বিরোধিতা করে চীন।

চীনা দূতাবাস লিখেছে, “১৪ তম দালাই লামা কোনোভাবেই একজন ধর্মীয় ব্যক্তিত্ব নন, বরং তিনি একজন রাজনৈতিক নির্বাসিত, যিনি দীর্ঘদিন ধরে চীন বিরোধী বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জড়িত। সেইসঙ্গে চীন থেকে জিজাংকে (তিব্বত) বিভক্ত করার চেষ্টা করছেন।…তথাকথিত ‘নির্বাসিত তিব্বত সরকার’ একটি বহিরাগত বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক দল। এটি চীনের সংবিধান ও আইনের সম্পূর্ণ লঙ্ঘনকারী একটি অবৈধ সংগঠন। বিশ্বের কোনো দেশই একে স্বীকৃত দেয়নি।” কেন্দ্রীয় তিব্বত প্রশাসনের নেতা পেনপা সেরিংও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। তিব্বতি নির্বাসিত সরকার ভারত, নেপাল, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ আনুমানিক ৩০টি দেশে বসবাসকারী প্রায় ১ লাখ তিব্বতিদের প্রতিনিধিত্ব করছে।
সূত্র-ভয়েস অব আমেরিকা
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি