ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে ২৬ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ১৬ জুলাই ২০২৩ | আপডেট: ০৯:২০, ১৬ জুলাই ২০২৩

দক্ষিণ কোরিয়ায় প্রবল বর্ষণের কারণে বন্যা-ভূমিধসে ২৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৪ জন। এ পর্যন্ত এক হাজার ৫শ’ ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

শনিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, হাজার হাজার লোককে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

উত্তর চুংচেং প্রদেশে বাঁধের ওপরে পানি ওঠায় ভুক্তভোগীর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

এদিকে, টানেলগুলোতে বন্যার পানি প্রবেশ করায় যান চলাচল ব্যাহত হচ্ছে। 

খাবার এবং সুপেয় পানির সংকটে মানবেতর দিন কাটাচ্ছেন বহু এলাকার মানুষ। বিশেষ করে, শিশুদের মাঝে পেটের পীড়া দেখা দিয়েছে। 

দেশটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। অসংখ্য স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। 

প্রধানমন্ত্রী হান ডক সু’র নির্দেশে দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি