ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ভারতে পাঁচটি সেমিকন্ডাক্টর কারখানা খুলবে ফক্সকন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ১৬ জুলাই ২০২৩

তাইওয়ান ভিত্তিক গ্লোবাল টেকনোলজি জায়ান্ট ফক্সকন ভারতে চার থেকে পাঁচটি সেমিকন্ডাক্টর কারখানা খোলার আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে প্রযুক্তি অংশীগুলোর সঙ্গে দুটি সমঝোতা স্মারক সইয়ের কথা ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে জানিয়েছে তারা।

সংশ্লিষ্ট বিষয়ে ভারতীয় ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাতে ইকনোমিকস টাইমস জানিয়েছে, এ ব্যাপারে চূড়ান্ত আবেদন ফক্সকন জমা দেবে বলে আশা করা হচ্ছে এবং পরবর্তী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

চার-পাঁচটি কারখানার মধ্যে গুজরাটে একটি হতে পারে বলে আশা করা হচ্ছে। ফক্সকন কর্তৃপক্ষ অন্যান্য সম্ভাব্য জায়গাগুলোও বিবেচনায় নিতে পারে।

গত মঙ্গলবার ভারতের সেমিকন্ডাক্টর উত্পাদন পরিকল্পনার অধীনে প্রণোদনা চাওয়ার অভিপ্রায় ব্যক্ত করে ফক্সকন। চিপ তৈরিতে ভারতের বেদান্ত লিমিটেডের সঙ্গে ১৯ দশমিক ৫ বিলিয়ন ডলারের যৌথ উদ্যোগ বাতিলের একদিন পরই এই ইচ্ছাপোষণ করে তাইওয়ানের টেকনোলজি জায়ান্ট।

পারস্পরিক সিদ্ধান্তের ভিত্তিতেই বেদান্তের সঙ্গে চিপ নির্মাণের উদ্যোগ থেকে সরে আসার কথা জানিয়েছে ফক্সকন। তারা জানায়, বেদান্তের সঙ্গে প্রকল্প কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না। ফক্সকন কিছু ‘চ্যালেঞ্জিং গ্যাপ’ এর কথা তুলে ধরে বলছে, সেগুলো সহজে এড়ানো যায় না। তবে এও জানায়, তাদের সরে আসার সিদ্ধান্ত নেতিবাচক কিছু ছিল না।

ফক্সকন বর্তমানে ভারতে সেমিকন্ডাক্টর কারখানা স্থাপনে বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা করছে। বৈদ্যুতিক যানবাহনের মত পণ্যগুলোর কার্যকরী চিপ উত্পাদন প্রযুক্তি ব্যবহারের ওপর নজর দেবে তারা। ফক্মকনের সঙ্গে সম্ভাব্য অংশীদারদের পরিচয় গোপন রাখা হয়েছে।

বেদান্তের সঙ্গে যৌথ উদ্যোগের ইতি টানলেও ফক্সকন আশ্বস্ত করেছে, তারা ভারতে চিপ উৎপাদনে কাজ করবে এবং বিকল্প অংশীদারিত্ব খুঁজবে।

সূত্র-দ্যা ইকনোমিক টাইমস
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি