পোল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫
প্রকাশিত : ১০:১১, ১৮ জুলাই ২০২৩
পোল্যান্ডের রাজধানী ওয়ারশের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় রাজধানীর কাছে ক্রিসিনো গ্রামের একটি এয়ারফিল্ডে এই দুর্ঘটনা ঘটনা।
দেশটির দমকল বাহিনী বলেছে, খারাপ আবহাওয়া থেকে বাঁচতে মানুষ এয়ারফিল্ডের হ্যাঙ্গারে আশ্রয় নিয়েছিলেন। সে সময়ই ওই দুর্ঘটনা ঘটে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
খবরে বলা হয়েছে, ওয়ারশ থেকে ৪৫ কিলোমিটার দূরের ক্রিসিনো গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর পরই সেখানে চারটি হেলিকপ্টার এবং ১০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। বিধ্বস্ত বিমানটি ছিল সেসনা ২০৮ মডেলের।
উদ্ধারকারীরা বলছেন যে বিমানটি যখন ঢেউখেলানো লোহার হ্যাঙ্গারের সাথে সংঘর্ষে পড়ে তখন তিনজন আরোহী ছিলেন বিমানে।
সূত্র: বিবিসি
এসবি/
আরও পড়ুন