ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

আজকের দিনটি ভারতের রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ

আজহারুল ইসলাম

প্রকাশিত : ১৫:৪৮, ১৮ জুলাই ২০২৩

আসন্ন লোকসভা নির্বাচন ঘিরে বেঙ্গালুরুতে কংগ্রেসসহ বিরোধী ২৬ দলের নেতারা আলোচনায় বসছেন। অপরদিকে, নয়াদিল্লীতে সহযোগী ৩৮ দল নিয়ে বৈঠকে বসছে বিজেপি। ভোটের আগে জোটকে শক্তিশালী করার দিকে জোর দিচ্ছে দুই পক্ষই। 

ভারতের রাজনীতিতে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের লোকসভা নির্বাচন কেন্দ্র করে সরকার এবং বিরোধী, দুই পক্ষই আজ বৈঠকে বসছেন। 

২৬টি বিরোধী দল আগামী নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতা থেকে সরানোর কৌশল তৈরিতে ব্যস্ত। এ কারণে বেঙ্গালুরুতে বৈঠকে বসছেন তারা। 

বৈঠকে অংশ নিচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের দ্রাবিড় মুনেত্রা কাজাগাম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল, ভারতের কমিউনিস্ট পার্টি-মার্কসবাদীসহ অন্যান্য দল। 

বৈঠকে কোন কোন বিষয়ে জোর দেয়া হবে, তা নৈশভোজসহ ঘরোয়া আলোচনায় ঠিক করা হবে। তবে নতুন জোটের নামকরণসহ অভিন্ন কর্মসূচি ঘোষণা হতে পারে। পাশাপাশি আগামী লোকসভা ভোটে বিজেপিকে মোকাবিলায় রাজ্যভিত্তিক আসন বণ্টন নিয়েও আলোচনা হবে। 

অপরদিকে, নয়াদিল্লীতে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের ৩৮টি দল বৈঠকে মিলিত হচ্ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানান, বৈঠকে আসন্ন নির্বাচন উপলক্ষে নতুন কৌশল নিয়ে আলোচনা হবে।

বিশ্লেষকরা বলছেন, এনডিএ জোট বৈঠকের ঘোষণা দিয়ে শক্তিমত্তা প্রকাশ করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টানা দুই মেয়াদ শাসনামলে পুরো ভারতের এতগুলো দলের কাছাকাছি আসার নজির নেই।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি