ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা রাশিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ১৯ জুলাই ২০২৩

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া।

মঙ্গলবার টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির বিমান বাহিনী। খবর রয়টার্স।

ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, রাশিয়ার ড্রোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আকাশপথে হামলা চালাচ্ছে।  দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসা এবং মাইকোলাইভ, দোনেৎস্ক,  খেরসন, জাপোরিঝিয়া অঞ্চলগুলো রাশিয়ান ড্রোন হামলার ঝুঁকির মধ্যে রয়েছে। 

এছাড়া পোলতাভা, চেরকাসি, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ এবং কিরোভোহরাদ অঞ্চলে আক্রমণ করার জন্য রাশিয়া ব্যালিস্টিক অস্ত্রও ব্যবহার করতে পারে জানিয়েছে ইউক্রেনীয় বিমান বাহিনী।

বেশ কয়েক দফায় এই আক্রমণ হওয়ার আশঙ্কা থাকায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। 

হামলায় ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে দাবি করছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে, নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইউক্রেনজুড়ে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি