ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কৃষ্ণসাগর দিয়ে জাহাজ পাঠালে হামলার হুমকি রাশিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৫, ২০ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তি থেকে রাশিয়া সরে আসার পর এবার বিকল্প পথে জাহাজ পাঠানোর চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। এ নিয়ে এরইমধ্যে কিয়েভকে কড়া হুশিয়ারি দিয়েছে মস্কো।

ইউক্রেন জানায়, শস্য রপ্তানি অব্যাহত রাখতে কৃষ্ণ সাগরের উত্তর-পশ্চিম অংশে রোমানিয়া হয়ে নৌপথ ব্যবহারের চেষ্টা চালাচ্ছে তারা। এ ব্যাপারে ইন্টারন্যাশনাল শিপিং অরগানাইজেশনকে চিঠিও দিয়েছে তারা। 

তবে পাল্টা হুশিয়ারি দিয়েছে রাশিয়া। জানায়, বৃহস্পতিবার কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের কোনো জাহাজ ছাড়া হলে হামলার লক্ষ্য হবে।  জাহাজে যেসব দেশের পতাকা পাওয়া যাবে; সেসব দেশকে ইউক্রেনের পক্ষে ও যুদ্ধে জড়িত হিসেবে ধরা হবে।

সম্প্রতি কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তি থেকে সরে আসে রাশিয়া। জানায়, পশ্চিমা নিষেধাজ্ঞা কারণে বাধাগ্রস্ত হচ্ছে কৃষিপণ্য রপ্তানি। এ অবস্থায় কেবলমাত্র শর্ত পূরণ করলেই আবার চুক্তিতে ফিরে আসবে মস্কো। 

এদিকে শস্যচুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই ইউক্রেনের ওডেসা বন্দরে সর্বশক্তি প্রয়োগ করে হামলা চালানো শুরু করে রাশিয়া।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি