ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

এবার রুশ হামলায় চীনা কনস্যুলেট ক্ষতিগ্রস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ২১ জুলাই ২০২৩

এবার রাশিয়ার সামরিক বাহিনীর চালানো হামলায় ইউক্রেনে চীনের এক কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও রুশ বাহিনীর পৃথক হামলায় দেশটিতে আরও তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এসব ঘটনা ঘটে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইউক্রেনের বন্দর শহরগুলোতে টানা তৃতীয় রাতের বিমান হামলায় বৃহস্পতিবার অন্তত তিনজন নিহত এবং একটি চীনা কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার কৃষ্ণসাগরের তীরবর্তী বন্দর শহর ওডেসার চীনা কনস্যুলেটে অন্তত একটি ভাঙা জানালা দেখা যাচ্ছে এমন একটি ছবি পোস্ট করেছেন। তবে চীনা ওই কনস্যুলেটে অন্য কোনও ক্ষতির চিহ্ন নেই।

বস্তুত ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার পক্ষে অবস্থান করছে চীন। তবে রুশ হামলায় ইউক্রেনে চীনা কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি রুশ-মিত্র বেইজিং।

অন্য একটি ইউক্রেনীয় বন্দর নগরীতে রুশ হামলায় চীনের জন্য নির্ধারিত ৬০ হাজার টন কৃষি পণ্য ধ্বংস হয়ে গেছে বলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করার একদিন পর এই হামলার ঘটনা ঘটল। সূত্র: রয়টার্স।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি