ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

আবারও রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৫, ২১ জুলাই ২০২৩

ইউক্রেন যুদ্ধের জেরে আবারও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার তালিকায় রয়েছে ১২০ ব্যক্তি ও ৩০ প্রতিষ্ঠান।

মার্কিন অর্থদপ্তর জানায়, রাশিয়ার সামরিক সক্ষমতা ও যুদ্ধক্ষেত্রে সমরাস্ত্র সরবরাহ রুখতে ও অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করে দিতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন রাশিয়ার ছয়জন উপমন্ত্রী, এফএসবি নিরাপত্তা সংস্থার একজন উপপরিচালক। এছাড়া প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বিদেশি প্রযুক্তি আমদানি করে এমন ৩০টি প্রতিষ্ঠান।

অস্ত্র উৎপাদন ও প্রতিরক্ষা গবেষণায়ও যুক্ত এসব প্রতিষ্ঠান। রাাশিয়া এ নিষেধাজ্ঞাকে পশ্চিমা বিশ্বের চাপিয়ে দেয়া ‘হাইব্রিড যুদ্ধ’ হিসেবে অ্যাখ্যা দিয়েছে।
 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি