ইউক্রেনে আরও ৪০ কোটি ডলার সহায়তা পাঠাতে চায় যুক্তরাষ্ট্র
প্রকাশিত : ১০:৫৫, ২২ জুলাই ২০২৩
রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের জন্য আরও ৪০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।
দেশটির তিন কর্মকর্তার বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানানো হয়, সহায়তার আওতায় ইউক্রেনকে কামান, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও স্থল যুদ্ধযান দেবে যুক্তরাষ্ট্র।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা জানান, অস্ত্র সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনে গুচ্ছবোমা পাঠাবে না আমেরিকা।
চলতি বছরের জুলাইয়ের শুরুতে ইউক্রেনে ডুয়াল পারপাস ইমপ্রুভড কনভেনশনাল মিউনিশনস তথা ডিপিআইসিএম নামে গুচ্ছ অস্ত্র পাঠায় যুক্তরাষ্ট্র। এটি ১৫৫ মিলিমিটার হাউইটজার কামান থেকে ছোড়া হয়।
নতুন সহায়তা প্যাকেজের মাধ্যমে ইউক্রেনকে সাঁজোয়া যান, খনি পরিষ্কার করার যন্ত্রপাতি, ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য অস্ত্র, ট্যাংকবিধ্বংসী অস্ত্র দেয়া হবে।
প্যাকেজটি এখনও চূড়ান্ত করা হয়নি। এতে সংযোজন-বিয়োজনও হতে পারে।
এমএম//
আরও পড়ুন