ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

নৌবাহিনীর নেতৃত্বে নারী এডমিরালকে বেছে নিলেন বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩১, ২২ জুলাই ২০২৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির নৌবাহিনীকে নেতৃত্ব দেয়ার জন্যে এডমিরাল লিসা ফ্র্যাঞ্চেটিকে মনোনয়ন দেবেন। লিসার মনোনয়ন নিশ্চিত হলে তিনি হবেন এ পদে প্রথম নারী। তিনি জয়েন্ট চিফস অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করবেন।

এক বিবৃতিতে বাইডেন বলেছেন, বর্তমানে নৌবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্বরত ফ্র্যাঞ্চেটির কমিশন্ড অফিসার হিসেবে দেশের জন্যে তার সেবার মেয়াদ ৩৮ বছরে পড়বে।

বাইডেন আরও বলেছেন, ফ্র্যাঞ্চেটি দ্বিতীয় নারী যিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে চার তারকার জেনারেল হিসেবে কাজ করছেন। তার মনোনয়ন নিশ্চিত হলে তিনি ইতিহাস সৃষ্টি করবেন। তখন তিনি প্রথম নারী হিসেবে নৌবাহিনীর প্রধান এবং জয়েন্ট চিফস অব স্টাফ হবেন।

তবে তার পূর্বসুরীর চলে যাওয়ার এ সময়ে সিনেট তাকে অনুমোদন দেবে কিনা তা নিশ্চিত নয়। কারণ, গর্ভপাত করতে চাওয়া সৈন্যদের সহযোগিতা করার পেন্টাগণের সিদ্ধান্তের প্রতিবাদে রিপাবলিকান এক আইনজীবী সামরিক বিভাগের দুশ’রও বেশি মনোনয়ন আটকে দিয়েছেন।

এডমিরাল মাইক গিলডে নৌবাহিনীর প্রধান হিসেবে তার চার বছরের মেয়াদ আগামী মাসে শেষ করবেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি