ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ফেল করায় স্কুল ছেড়ে চাষাবাদ, কোটিপতি কৃষক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ২২ জুলাই ২০২৩

গত মাসের ১৫ তারিখ থেকে এখনও পর্যন্ত টমেটো বিক্রি করে ১.৮ কোটি টাকা আয় করেছেন ভারতের তেলঙ্গানার কৃষক বি মহিপাল রেড্ডি।

দশম শ্রেণির পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। তার পরই স্কুলছুট। পড়াশোনার পাঠ চুকিয়ে চাষবাসের কাজে লেগে পড়েছিলেন। গত এক মাসের মধ্যে কোটিপতি হয়েছেন ওই কৃষক। সবটাই হয়েছে টমেটোর জন্য। গত মাসের ১৫ তারিখ থেকে এখনও পর্যন্ত টমেটো  বিক্রি করে ১.৮ কোটি টাকা আয় করেছেন তেলঙ্গানার কৃষক বি মহিপাল রেড্ডি। টমেটো বিক্রি করে যে তিনি এমন ‘জ্যাকপট’ পাবেন, তা ভাবতেও পারেননি ওই কৃষক।

গত কয়েক দিন ধরেই ভারতের বাজারে কেজি প্রতি টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ২০০ টাকা করে। এই পরিস্থিতিতে টমেটো বিক্রি করে অনেক কৃষকেরই লাভ হচ্ছে। 

রেড্ডি জানিয়েছেন, তিনি প্রায় সাত হাজার বাক্স টমেটো বিক্রি করেছেন। তার মোট ১০০ একর জমি রয়েছে। গত চার বছর ধরে প্রায় ৪০ একর জমিতে সবজি এবং টমেটো চাষ শুরু করেন তিনি। চলতি বছরে টমেটো বিক্রি করে কোটিপতি হলেন ওই কৃষক। 

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি