ইউক্রেনে নিহত রুশ সাংবাদিক
প্রকাশিত : ১৬:১১, ২৩ জুলাই ২০২৩
ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় ঝাপোরিজঝিয়া অঞ্চলে এক রাশিয়ান সাংবাদিক নিহত হয়েছেন৷ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের ক্লাস্টার বোমা হামলায় এই সাংবাদিক নিহত হয়েছেন৷
রোসতিসলাভ জোরাভলোভ নামের নিহত এই সাংবাদিক রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরআইএ-এর যুদ্ধ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন৷ তার আরো তিন সহকর্মীও আহত হয়েছেন৷
হতাহতের ঘটনার জন্য ইউক্রেন ও পশ্চিমাদেরকে দায়ী করছে রাশিয়া৷ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ‘‘পশ্চিমা শক্তি ও কিয়েভ এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে৷'' এই ঘটনার দায়ীদের জবাব দেওয়ার হুমকিও দিয়েছে রাশিয়া৷
এদিকে দোনবাসে ইউক্রেনের সেনাবাহিনীর একটি প্রশিক্ষণকেন্দ্রে রাশিয়ান হামলায় ডয়চে ভেলের এক ক্যামেরাম্যান আহত হয়েছেন৷ সেনাবাহিনীর ওই প্রশিক্ষণকেন্দ্রটিতে সাংবাদিক ইভগেন শিলকোকে প্রতিবেদন তৈরির জন্য পাঠানো হয়েছিল৷
ডয়চে ভেলের সাংবাদিক মাঠিয়াস ব্যোলিংগার বলেন, ‘‘আমরা ইউক্রেন সেনাবাহিনীর প্রশিক্ষণের ভিডিও করছিলাম৷ এমন সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই৷ তখন আমরা শুয়ে পড়লাম, এরপর আরো কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম৷ দেখলাম, বেশ কয়েকজন আহত হয়েছেন৷''
প্রশিক্ষণকেন্দ্রে রাশিয়ার এই হামলায় একজন ইউক্রেনীয়সেনা নিহত হয়েছেন৷ তাছাড়া আরো কয়েকজন সেনা আহত হয়েছেন বলে জানা গেছে৷
রাশিয়ায় অধিকৃত ক্রিমিয়ার একটি গোলাবারুদের ভাণ্ডারে শনিবার ব্যাপক বিস্ফোণের শব্দ শোনা গেছে৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিস্ফোরণের পর ঘটনাস্থলের আশেপাশের বাসিন্দাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে৷
হামলার কথা স্বীকার করে ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, তারা সেই অঞ্চলটিতে ড্রোন হামলা চালিয়ে একটি তেলের ভাণ্ডার এবং রাশিয়ার সেনাবাহিনীর একটি গুদাম ধ্বংস করেছে৷
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ক্রেমলিনের নিযুক্ত ক্রিমিয়ার প্রধান সারজেই আকসাইওনভ বলেন, হামলায় প্রথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি৷ তবে হামলাস্থলের পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা বাসিন্দাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে৷
সূত্র: ডয়েচে ভেলে
এসবি/
আরও পড়ুন