ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে প্রাণহানি ১৫, নিখোঁজ ১৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ২৪ জুলাই ২০২৩ | আপডেট: ১১:৪৯, ২৪ জুলাই ২০২৩

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে একটি কাঠের তৈরি নৌকা ডুবে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছে আরও ১৯ জন।

সোমবার তল্লাশি ও উদ্ধারকারী সংস্থার স্থানীয় কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার ৪০ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এদের মধ্যে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর এএফপি’র।
 
নৌকা ডুবে যাওয়ার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

স্থানীয় তল্লাশি ও উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ আরাফাহ বলেছেন, নিখোঁজ ১৯ জনের উদ্ধারে কার্যক্রম চালানো হচ্ছে।

স্থানীয় কার্যালয়ের মুখপাত্র ওয়াহিউদিন বলেছেন, নৌকাটি দক্ষিণ পূর্ব সুলাওয়েসির মুনা দ্বীপের সেন্ট্রাল বুটন রিজেন্সির ল্যানটো এবং লাগিলি গ্রামের মধ্যবর্তী উপসাগর পার হওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি