ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ৩৪ মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪১, ২৫ জুলাই ২০২৩

আলজেরিয়ায় ছড়িয়ে পড়া দাবানলে ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আলজেরিয়া জুড়ে দাবানল ছড়িয়ে পড়ার পর অন্তত ৩৪ জন নিহত হয়েছে এবং হাজার হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার দেশটির ১৬টি প্রদেশের ৯৭ জায়গায় দাবানলের দাবানল ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এতে বন, ফসল এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

প্রায় ৮ হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির ফেনাইয়া, বেজাইয়া, জাবারবার এবং বুইরাতে ২৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ১ হাজার ৫০০ জনকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেজাইয়াতে আগুনের সঙ্গে লড়াই করতে গিয়ে দশজন সেনা নিহত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা আগুনের কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে।

উত্তর আলজেরিয়া সম্প্রতি রেকর্ড তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে, সেখানে তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

আলজেরিয়ার আবহাওয়া অফিস সতর্ক করেছে যে দেশের উত্তরে মাসের শেষ পর্যন্ত ৪৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।

সূত্র: বিবিসি

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি