ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আফ্রিকান নেতৃবৃন্দের সঙ্গে শীর্ষ সম্মেলন যোগ দিচ্ছেন পুতিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ২৭ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গে আফ্রিকান নেতৃবন্দের সঙ্গে এক শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন। ইউক্রেনের শস্য রপ্তানী চুক্তি থেকে মস্কোর বেরিয়ে যাওয়ার পর আজ এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

শীর্ষ সম্মেলনটি বৃহস্পতি ও শুক্রবার এই দু’দিন চলবে। এতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ আফ্রিকার ১৭ দেশের নেতা সম্মেলন অংশ নিচ্ছেন। 

ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে আন্তর্জাতিক অঙ্গনে কোনঠাসা রাশিয়াকে আফ্রিকার কয়েকটি দেশ সমর্থন জুগিয়ে যাচ্ছে। কিন্তু শস্য চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়ার কারণে আফ্রিকান দেশগুলোকে এর পরিণাম ভোগ করতে হবে।

শীর্ষ সম্মেলনে অংশ নেয়া অন্য দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে পুতিন বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার সাথে সহযোগিতা একটি নতুন মাত্রায় পৌঁছেছে। আমরা একে আরও জোরদার করতে আগ্রহী।

এদিকে শীর্ষ সম্মেলনে যোগ দিতে আফ্রিকান রাষ্ট্রগুলোকে পশ্চিমা দেশগুলো বাধা দিচ্ছে বলে ক্রেমলিন অভিযোগ করেছে। 

প্রথম ২০১৯ সালে রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত হয়েছিল শীর্ষ সম্মেলনটি। এবার নিয়ে এটি দ্বিতীয়বার অনুষ্ঠিত হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি