ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

থাইল্যান্ডে আতশবাজির গুদামে বিস্ফোরণে নিহত ৯, আহত শতাধিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ৩০ জুলাই ২০২৩

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বাজারের ভেতরে আতশবাজির গুদামে বিস্ফোরণে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১শ’ ১৫ জনের বেশি মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 

শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের একটি মার্কেটে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

মালয়েশিয়া সীমান্তবর্তী সাংআই কোলোক নগরীর গুদামটিতে নির্মাণ কাজ চলছিল। সেই থেকেই কোনোভাবে বিস্ফোরণের সূত্রপাত ও ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা স্থানীয় কর্তৃপক্ষের। 

তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় তারা।

একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পরপরই কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে মার্কেটের আশপাশে। অনেক দোকান, গাড়ি এবং ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয় শক্তিশালী বিস্ফোরণে।

গত মাসে রাজধানী ব্যাংককে সেতুতে কাজ চলার সময় ধসে দুই জনের মৃত্যু হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি