ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাশিয়া শান্তি আলোচনা প্রত্যাখ্যান করে না: পুতিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ৩০ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার প্রস্তাব রাশিয়া প্রত্যাখ্যান করেন না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে আফ্রিকান নেতাদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

রোববার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন বলেছেন, আফ্রিকার পাশাপাশি চীনও শান্তি আলোচনার ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

যুদ্ধ বিরতির বিষয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সেনাবাহিনী আক্রমণ চালালে যুদ্ধবিরতি বাস্তবায়ন করা কঠিন।

যদিও ইউক্রেন ও রাশিয়া উভয়ই এর আগে বলেছে, কিছু পূর্বশর্ত ছাড়া তারা আলোচনার টেবিলে আসবে না। ইউক্রেন চায় ১৯৯১ সালে তার সীমানা যেমন ছিল সেটাই পুনঃস্থাপিত হোক। তবে ইউক্রেনের এই দাবির গভীরভাবে বিরোধী রাশিয়া।

শনিবার গভীর রাতের ওই সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ইউক্রেনের ফ্রন্টলাইনে আপাতত তৎপরতা জোরদার করার কোনো পরিকল্পনা নেই।

সাম্প্রতিক হামলাগুলোর বিষয়ে পুতিন সাংবাদিকদের বলেন, চলতি মাসের শুরুতে ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুইজনের মৃত্যু হয়। মূলত এটি একটি সন্ত্রাসী হামলা ছিল। এরপরই মস্কো কিছু ‘প্রতিরোধমূলক হামলা’ চালিয়েছিল।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি