ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, নিহত ৪৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ৩ আগস্ট ২০২৩ | আপডেট: ০৯:১৯, ৩ আগস্ট ২০২৩

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযানে সংঘর্ষ ও গোলাগুলিতে ৪৫ জন নিহত হয়েছে।

বিবিসির তথ্যমতে, বুধবার দেশটির তিনটি প্রদেশে পুলিশ অভিযান চালাতে গেলে মাদক কারবারিদের সঙ্গে এই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। 

ব্রাজিলের পুলিশ জানায়, রিও ডি জেনেইরোর কমপ্লেক্সো ডা পেনহা এলাকাতে পুলিশ অভিযানে গেলে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে সেখানে অন্তত ১০ জন নিহত হয়।

এর আগে সাও পাওলো প্রদেশে 'অপারেশন শিল্ড' নামে চালানো পুলিশের পাঁচদিনের এক বিশেষ অভিযানের সময় সংঘর্ষে ১৬ জন নিহত হয়।

এছাড়া দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বাহিয়া প্রদেশে গত শুক্রবার থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

গত সপ্তাহে সাওপাওলো প্রদেশের একটি শহরে স্পেশাল ফোর্সের এক কর্মকর্তাকে হত্যা করে মাদক কারবারীরা। এরপর থেকেই সাও পাওলো, রিও ডি জেনেইরো ও বাহিয়া প্রদেশে মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু করে। 

এই অভিযানে সময় বিপুল পরিমাণে মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি