ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নিউ ইয়র্ক-এ ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার’ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ৩ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য আগামী সেপ্টেম্বর-এ নিউ ইয়র্ক-এর হিলটন মিড টাউন হোটেল-এ ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

মুক্তধারা নিউইয়র্ক এবং ইউএসএ- বাংলাদেশ বিজনেস লিংক গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সহযোগিতায় এই মেলার আয়োজন করতে যাচ্ছে। এই মেলাটি ২২ সেপ্টেম্বর, ২০২৩ থেকে দুইদিন ব্যাপি অনুষ্ঠিত ‘বাংলাদেশী অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা-২০২৩’পাশাপাশি অনুষ্ঠিত হবে।  

মুক্তধারা নিউইয়র্কের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা বলেন, ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, রেমিটেন্স সংক্রান্ত অ্যাপ সার্ভিস, মানি এক্সচেঞ্জ হাউস এবং রেমিট্যান্স চ্যানেল পার্টনাররা এই মেলায় অংশগ্রহণ করবে। তিনি বলেন, অনুষ্ঠানে সেরা ৩০০ রেমিট্যান্স প্রেরককে আমন্ত্রণ জানানো হবে এবং সেরা ১০ জনকে রেমিট্যান্স পুরস্কার দেওয়া হবে। মেলায় বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক ও মানি এক্সচেঞ্জ কোম্পানি অংশ নেবে বলেও জানান তিনি।

এই মেলায় শীর্ষ ৩টি মানি এক্সচেঞ্জ কোম্পানি/রেমিট্যান্স চ্যানেল পার্টনারদের পুরস্কৃত করা হবে, তিনি যোগ করেন। তিনি উল্লেখ করেন, অংশগ্রহণকারী রেমিট্যান্স যোদ্ধাদের  নিয়ে একটি নেটওয়ার্কে লাঞ্চ এরও আয়োজন করা হবে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোই আমাদের লক্ষ্য। 

’বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ‘ রেমিট্যান্স ও অর্থ ট্রান্সফারের সাথে জড়িত কোম্পানীগুলোর তাদের পণ্যগুলো সুনির্দিষ্ট প্রবাসীদের কাছে পৌঁছে দেওয়ার একটি প্লাটফর্ম হবে এই মেলা তিনি জানান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি