ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

পাকিস্তানের পার্লামেন্ট বিলুপ্ত, নির্বাচন পিছিয়ে যাবার শঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ১০ আগস্ট ২০২৩

পাকিস্তানে জাতীয় পরিষদ বিলুপ্ত ঘোষণার পর এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে তোড়জোড়। আজই প্রধান বিরোধী দল পিটিআইয়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট-পিডিএম প্রধান শাহবাজ শরীফ।  

বুধবার মধ্যরাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে সরকারের মেয়াদ শেষ হওয়ার ৩ দিন আগেই পার্লামেন্ট ভেঙ্গে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। 

সংবিধান অনুযায়ী, তিন দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার প্রধান নির্ধারণ করতে হবে। বিভিন্ন গণমাধ্যমে ইসাহাক দার, হাফিজ শেখ, খোকন আব্বাসিসহ বেশ কয়েক জনের নাম শোনা গেলেও কে প্রধানমন্ত্রী হবেন তা এখনও ঠিক হয়নি। 

এজন্য জোট সঙ্গী- পাকিস্তান মুসলিম লীগ, পাকিস্তান পিপলস পার্টিসহ বিরোধী দল পিটিআই নেতাদের সঙ্গে বৈঠক করার কথা শাহবাজ শরীফের। 

এদিকে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা থাকলেও সীমানা পুনর্বিন্যাস নিয়ে জটিলতা থাকায় নির্বাচন পিছিয়ে যাওয়ার আশংকা করছেন অনেকে। 

বিদায়ী সরকার সতর্ক করে বলেছে, নির্ধারিত সময়ে নির্বাচন নাও হতে পারে। এটি আগামী বছর অনুষ্ঠিত হতে পারে।
জনশুমারির ভিত্তিতে নির্বাচনী আসন পুনর্বিন্যাসে নির্বাচন কমিশনের আরোও চার মাস সময় লাগতে পারে। কয়েকটি রাজনৈতিক দলের অন্যতম দাবি এই আসন পুনর্বিন্যাস।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ছাড়াই নির্বাচনের তোড়জোড় চলবে। কারণ, তোশাখানা মামলায় দেশটির আদালত তাকে তিনবছরের কারাদণ্ড দিয়েছে। এছাড়া রাজনীতিতে তাকে পাঁচবছরের জন্যে নিষিদ্ধও ঘোষণা করা হয়েছে। বর্তমানে তিনি পাঞ্জাবের অ্যাটক কারাগারে বন্দী রয়েছেন।

গত বছর এপ্রিলে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা চলছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি