ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

 জাপানে ৬ মাত্রার ভূমিকম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮, ১১ আগস্ট ২০২৩

জাপানের হোক্কাইডোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) ভোরে হঠাৎ করে কেঁপে ওঠে ওই অঞ্চল।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে ভূমিকম্পের তীব্রতার পরিমান ৬.০। ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের বেশ কিছু অংশ। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান এখনও পর্যন্ত জানা যায়নি।

জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে ৪৬ কিলোমিটার (২৮.৫৮ মাইল) গভীরে। 

জাপানে ভূমিকম্প খুবই সাধারণ ঘটনা, এটা বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা। পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয় জাপানে। ভৌগলিক অবস্থানগত কারণেই দেশটিতে বেশি ভূমিকম্প হয়। দেশটিতে প্রতি বছর গড়ে দুই হাজারের মতো ভূমিকম্প অনুভূত হয়। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি