ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

হাওয়াইয়ে ভয়াবহ দাবানলে নিহত ৫৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ১১ আগস্ট ২০২৩

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঙ্গরাজ্য হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করে মাউই প্রশাসনিক কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানল এখনো অব্যাহত আছে। 

সমুদ্রবেষ্টিত মাউই অংশের লাহাইনা শহরে আগুনে পুড়ছে একের পর এক ঘরবাড়িসহ অনেক ঐতিহ্যবাহী স্থাপনা। প্রাণহানি এড়াতে বন্ধ করে দেয়া হয়েছে অনেক গুরুত্বপূর্ণ সড়ক।
 
দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের পাশাপাশি অন্তত ১১ হাজার পর্যটককে নিরাপদস্থানে সরিয়ে নেয়া হয়েছে। লাহাইনা শহরে কয়েক হাজার মানুষ এখনও বিদ্যুতহীন অবস্থায় আছেন।
 
ভয়াবহ এ দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছেন কয়েকশ দমকলকর্মী। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। তবে, বাতাসের বেগ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। 
 
হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন বলেছেন, এই অঙ্গরাজ্যে ‘অনেক বছর ধরে এমন প্রাণহানির ঘটনা ঘটেনি’। তিনি বলেন, দাবানলে প্রায় ১ হাজার ৭০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐতিহাসিক শহর লাহাইনার প্রায় ৮০ শতাংশ স্থাপনা ধ্বংস হয়ে গেছে।
 
এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি