ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইংলিশ চ্যানেলে অভিবাসী বোঝাই নৌকা ডুবি, নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ১২ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

ইংলিশ চ্যানেলে অভিবাসী বোঝাই নৌকাডুবির ঘটনায় ছয় জন মারা গেছে। ফ্রান্স কোস্ট গার্ডের এক মুখপাত্র জানিয়েছেন, এই দুর্ঘটনায় আরো ১০ জন নিখোঁজ রয়েছে।

যুক্তরাজ্য ও ফ্রান্সের কোস্টগার্ড এখন পর্যন্ত ৫০ জনকে জীবিত উদ্ধার করেছে।

ওই নৌকাটিতে মোট কতো জন যাত্রী ছিল এখনো তা পরিষ্কার করে জানাতে পারেনি উদ্ধারকাজে সংশ্লিষ্টরা। জানা গেছে, নৌকাটিতে ধারণ ক্ষমতার চাইতে অনেক বেশি যাত্রী ছিল। 

এই ঘটনায় শোক প্রকাশ করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা ঘটনার কারণ জানতে বিস্তারিত তথ্য চেয়েছে।

সূত্র: বিবিসি

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি