ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলটের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ১২ আগস্ট ২০২৩

রাশিয়ার পশ্চিমতম কালিনিনগ্রাদ অঞ্চলে শনিবার একটি রুশ এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে সামরিক কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন। এ দুর্ঘটনায় দুই পাইলটই মারা যান।

পশ্চিমাঞ্চলীয় সামরিক জেলার বিবৃতি উদ্ধৃত করে রাশিয়ান গণমাধ্যম বলেছে, ‘১২ আগস্ট কালিনিনগ্রাদ অঞ্চলে একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় একটি এসইউ-৩০ জেট বিধ্বস্ত হয়।’

দুর্ঘটনার সময় বিমানটিতে গোলাবারুদ ছিল না বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এ ছাড়া প্রাথমিক অনুসন্ধান অনুসারে, প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

সোভিয়েত ইউনিয়নে আশির দশকে নির্মীত এসইউ-৩০ ১৯৯২ সালে পরিষেবায় প্রবেশ করে। রাশিয়ান বিমান বাহিনী ছাড়াও চীন, ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও আলজেরিয়া বিমানটি ব্যবহার করে।

সূত্র : আরটি

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি