ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হাওয়াইয়ে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৮২, নিখোঁজ অনেক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ১৩ আগস্ট ২০২৩

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৮২ হয়েছে বলে কর্মকর্তারা বলছেন। তবে এখনও শত শত লোক নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

দাবানলে মাউইয়ের ঐতিহাসিক শহর লাহাইনার এক বড় অংশই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ শহরটিসহ বেশ কিছু এলাকায় এখনও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন অগ্নিনির্বাপণকর্মীরা।

মাউই দ্বীপের পশ্চিমাংশে এখনও বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ। সেখানে অনুসন্ধানী দলগুলো এখনও দাবানলের শিকারদের খুঁজছে। 

কোস্ট গার্ড বলেছে, শহরের পোতাশ্রয় এলাকায় পানি থেকে তারা ১৭ জন লোককে জীবিত উদ্ধার করেছে, যারা আগুন থেকে বাঁচতে সাগরের পানিতে লাফিয়ে পড়েছিল। 

বেঁচে যাওয়া ও বাস্তুচ্যুত লোকদের জন্য ছয়টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। কর্মকর্তারা বলছেন, পর্যটকদের হোটেল ও ভাড়া বাড়িতে দুর্গত লোকদের রাখার জন্য তারা একটি পরিকল্পনা করছেন।

হাওয়াইয়ের এই দ্বীপটিতে আমেরিকার অনেক ধনী ব্যক্তি বাস করেন, যার মধ্যে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও আছেন। তিনি ও তার সঙ্গিনী লরেন সানচেজ ইতোমধ্যে দাবানলের শিকারদের জন্য ১০ কোটি ডলার দেবার কথা ঘোষণা করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি