ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

যে কারণে গুরুত্বপূর্ণ তিনটি আইন বিলুপ্ত করছে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৯, ১৫ আগস্ট ২০২৩

ব্রিটিশ আমলে প্রণীত তিনটি ফৌজদারি আইন বিলুপ্ত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার লোকসভায় নতুন তিনটি বিল তিনি উত্থাপন করেন। এসব বিলের লক্ষ্য ন্যায়বিচার দেওয়া এবং সংবিধান প্রদত্ত ভারতীয় নাগরিকদের অধিকার রক্ষা করা।

বিল তিনটি উপস্থাপন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই তিনটি নতুন আইনের প্রধান কাজ হবে সংবিধান প্রদত্ত নাগরিকদের সকল অধিকার রক্ষা করা।

অমিত শাহ বলেন, ভারতীয় ন্যায় সংহিতা বিল-২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিল-২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য বিল-২০২৩—এই তিনটি বিল স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণে নেওয়া দাসত্বের সব চিহ্ন মুছে ফেলার শপথের পূর্ণতা।

নতুন এই বিলগুলির ফলে ব্রিটিশদের প্রণীত ইন্ডিয়ান পেনাল কোড ১৮৬০, ক্রিমিনাল প্রোসিডিউর কোড (১৮৯৮),১৯৭৩ এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ১৮৭২ বাতিল হয়ে যাবে। ইন্ডিয়ান পেনাল কোডের স্থলে ভারতীয় ন্যায় সংহিতা বিল, ক্রিমিনাল প্রোসিডিউর কোডের স্থলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিল এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের স্থলে  ভারতীয় সাক্ষ্য বিল স্থলাভিষিক্ত হবে। 

অমিত শাহ বলেন, ব্রিটিশ আমলের আইনগুলি তাদের শাসনকে শক্তিশালী এবং রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল শাস্তি দেওয়া, ন্যায়বিচার দেওয়া নয়।

তিনি বলেন, আমরা (সরকার) এই দুটি মৌলিক দিক থেকে পরিবর্ত আনতে যাচ্ছি। এই তিনটি নতুন আইনের মূল কাজ হবে সংবিধান প্রদত্ত ভারতীয় নাগরিকদের সমস্ত অধিকার রক্ষা করা। এই আইনগুলোর উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া নয় বরং ন্যায়বিচার দেওয়া হবে এবং এই প্রক্রিয়ায় অপরাধ প্রতিরোধের তাগিদ থেকে শাস্তি দেওয়া হবে।

সূত্র : এএনআই

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি