ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইউক্রেনের ৩টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ১৬ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

মস্কোর দক্ষিণ-পশ্চিমে ইউক্রেনের ৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।

বুধবার টেলিগ্রামে এ কথা জানিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ভোর পাঁচটার দিকে ইউক্রেন কালুগা অঞ্চলে তিনটি মুনষ্যবিহীন ড্রোন দিয়ে হামলা চালায়।

রাশিয়া আকাশ প্রতিরক্ষা পদ্ধতি দিয়ে যথাসময়ে সকল ড্রোন শনাক্ত ও ধ্বংস করে বলে মন্ত্রণালয় উল্লেখ করে।

কালুগার গভর্ণর বলেছেন, ওই অঞ্চলের দক্ষিণে ড্রোনগুলো ভূপাতিত করা হয় যা রাজধানী মস্কো থেকে মাত্র কয়েকশ’ কিলোমিটার দূরে।

চলতি মাসে কালুগা অঞ্চলে ইউক্রেনের অন্তত এটি পঞ্চম ড্রোন হামলা যা রাশিয়া প্রতিহত করার দাবি করেছে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, যুদ্ধ এখন রাশিয়ার দিকে আসছে। দেশটির প্রতীকী বিভিন্ন কেন্দ্র এবং সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি