ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মেক্সিকো-ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘হিলারী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৯, ২১ আগস্ট ২০২৩ | আপডেট: ০৯:৩০, ২১ আগস্ট ২০২৩

হারিকেন ‘হিলারি’ মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আঘাত হেনেছে। বহু বাড়িঘর ভেঙ্গে পড়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

স্থানীয় সময় রোববার ১১টায় এ ঝড়টি মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের উত্তরাঞ্চলে স্থলভাগে আছড়ে পড়ে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে। 

দেশটির জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, বাতাসের বেগ প্রতি ঘন্টায় ১শ’ ৩০ মাইল থেকে ৯০ মাইলে নেমে এসেছে। হারিকেনটি শক্তি হারিয়ে ক্যাটাগরি ৪ থেকে ক্যাটাগরি-১ এ রূপ নিয়েছে। বহু বাড়িঘর ভেঙ্গে পড়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

হারিকেনটির প্রভাবে সকাল থেকেই বৃষ্টি আর ঝড়ো হাওয়া শুরু হয়। এতে বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। 

এমন পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। হারিকেন হিলারি আঘাত হানার আগে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে রাজ্যটিতে। 

ঘূর্ণিঝড়ের প্রভাবে মেক্সিকো এবং ক্যালিফোর্নিয়ায় প্রবল বন্যার আশংকা করা হচ্ছে। আবহাওয়াবিদরা হারিকেন হিলারিকে ঐতিহাসিক ঝড় হিসেবে আখ্যায়িত করছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয়ের ইমার্জেন্সি সার্ভিসেসের ডিরেক্টর বলেছেন, হিলারি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে অঙ্গরাজ্যে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ঝড় হতে পারে।

দুর্যোগ মোকাবিলায় ক্যালিফোর্নিয়ায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রসাশন। শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে সেনাবাহিনী প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, হিলারির তাণ্ডবে মেক্সিকোতে এক ব্যক্তি মারা গেছেন। ঘটনার সময় ওই ব্যক্তি তার গাড়িতে করে পানির স্রোত পার হওয়ার চেষ্টা করছিলেন এবং একপর্যায়ে মারা যান। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মারা যাওয়া ওই ব্যক্তি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই গাড়িতে ছিলেন। অবশ্য তার পরিবার বেঁচে গেছে।

মেক্সিকোতে উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য ১৮ হাজার সৈন্যকে আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি