দেশে ফিরছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন
প্রকাশিত : ০৮:৪৪, ২২ আগস্ট ২০২৩
দীর্ঘ ১৫ বছরের স্বেচ্ছানির্বাসন কাটিয়ে দেশে আজ ফিরছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা।
মঙ্গলবার ডন মুয়াং বিমানবন্দরে নামার কথা রয়েছে তার।
থাকসিনের মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা জানান, সকালে ব্যক্তিগত প্লেনে ডন মিউং বিমানবন্দরে অবতরণ করেন তার মা। সকাল ৯টায় আমি আমার বাবা থাকসিনের সাথে ডন মুয়াং বিমানবন্দরে সাক্ষাৎ করবো। তিনি নিশ্চিতভাবেই এবার বাড়ি ফিরছেন।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন থাকসিন সিনাওয়াত্রা। সেনা অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর ২০০৮ সালে তার বিরুদ্ধে দুর্নীতির মামলায় রায় ঘোষণা হলে দেশ ছেড়ে চলে যান তিনি।
এরপর থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাস করছিলেন থাকসিন।
২০০৬ সালের সামরিক অভ্যুত্থানে ৭৪ বছর বয়সী এই ধনকুবেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল এবং ১৫ বছর তিনি স্ব-নির্বাসনে কাটিয়েছেন। থাকসিন দীর্ঘদিন ধরে বলেছেন যে তিনি দেশে ফিরতে চান, তবে একাধিক অপরাধমূলক অভিযোগের মুখোমুখি দাঁড় করিয়ে তাঁকে বার বার বাধা দেয়া হয়েছে।
এদিকে, দেশটির পুলিশ জানিয়েছে, বিমানবন্দরে নামামাত্রই তাকে গ্রেপ্তার করা হবে।
এএইচ
আরও পড়ুন