ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইউক্রেনের ড্রোন হামলায় রুশ সুপারসনিক বোমারু বিমান বিধ্বস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫, ২২ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি সুপারসনিক বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। শব্দের চেয়ে দ্বিগুণ গতির এই যুদ্ধবিমান দূর থেকে হামলা চালাতে ব্যবহার করা হয়। 

সোমবার (২১ আগস্ট) ড্রোনের আঘাতে রাশিয়ার দূরপাল্লার সুপারসনিক যুদ্ধবিমান টিইউ-২২ ধ্বংস হয়েছে।

ড্রোনের আঘাতে সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোলটসি-টু বিমানঘাঁটিতে টুপেলভ টিইউ-টুয়েন্টি টু জঙ্গি বিমানটিতে আগুন লাগে। 

মস্কোও বিষয়টি স্বীকার করেছে। তবে বিমানটি যুদ্ধবিমান কিনা তা নিশ্চিত করেনি। তারা বলেছে, গুলি করে একটি ড্রোন ভূপাতিত করা চেষ্টা করা হয়। ড্রোনটি আঘাতপ্রাপ্তও হয়। তবে এতে একটি বিমানের ক্ষতি হয়েছে। 

তবে ইউক্রেন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, একটি কপ্টার শ্রেণির ইউএভি হামলা হয়েছে। এটিকে শনাক্ত করে হালকা অস্ত্রের আঘাত হানা হয়। তবে এই হামলায় বিমানঘাঁটির পার্কিং লটে আগুন লাগলেও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন।

হামলার ঘটনায় তিনটি বড় বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করা হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলে শেরেমেতিয়েভো ও ডোমোদেডোভোত আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু করে কর্তৃপক্ষ।

টিইউ-২২ বোম্বারের সংস্করণটি ঘণ্টায় ২ হাজার কিলোমিটার গতিতে ছুটিতে পারে। বহন করতে পারে ২৪ হাজার কেজির গোলাবারুদ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি