ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

দেশে ফিরেই গ্রেপ্তার থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

আজহারুল ইসলাম

প্রকাশিত : ১৩:৪০, ২২ আগস্ট ২০২৩

১৫ বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে দেশে ফিরেই গ্রেপ্তার হলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। বিমানবন্দর থেকে সরাসরি সুপ্রিম কোর্ট হয়ে কারাগারে পাঠানো হয় তাকে। যদিও নিজেকে বরাবরই নির্দোষ দাবি করেছেন চারটি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত থাকসিন। 

নানা নাটকীয়তা শেষে দুবাই থেকে দেশে ফিরেছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। মঙ্গলবার সকাল নয়টার দিকে ব্যক্তিগত বিমান ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এর পরপরই গ্রেপ্তার হন ফেউ থাই পার্টির সাবেক এই প্রধান। পার্লামেন্টে দলটির প্রার্থীকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেয়ার ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে কারাগারে পাঠানো হলো তাকে।

বিমানবন্দর থেকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার সময় থাকসিনকে অভ্যর্থনা জানান সড়কের দুপাশে সমবেত লাল শার্ট পরিহিত ভক্তরা। তবে তিনি কতোদিন কারাগারে থাকবেন, তা নিশ্চিত নয়।

এরআগে, থাকসিনের অনুপস্থিতিতেই সাবেক শিন কর্প প্রতিষ্ঠান সংশ্লিষ্ট মামলা এবং একটি ব্যাংক ঋণসহ একটি লটারির মামলার বিচারের রায়ে তাকে সাজা দেয়া হয়। চারটি মামলায় ১২ বছরের কারাদণ্ড পাওয়া থাকসিন বরাবরই বলে এসেছেন, তিনি ন্যায়বিচারের মুখোমুখি হতে প্রস্তুত।

সেনা অভ্যুত্থানে ২০০৬ সালের ৯ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত হন থাকসিন সিনাওয়াত্রা। এরপর থেকেই দেশের বাইরে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন তিনি। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি