ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ব্রিকস শীর্ষ সম্মেলনে জোটের সদস্য বাড়ানোর উপর গুরুত্বারোপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ২৩ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকসের এবারের শীর্ষ সম্মেলনে জোটের সদস্য বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মঙ্গলবার থেকে শুরু হয়েছে পাঁচ দেশের জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন। 

কিছু সদস্যরাষ্ট্র পশ্চিমাদের প্রভাব মোকাবিলায় বিকল্প হিসেবে এই জোটটি সম্প্রসারিত করার চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতার মধ্যে এই প্রচেষ্টা চলছে। 

এদিকে, অর্থনৈতিক জোট ব্রিকসের দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আগামী অক্টোবরের মধ্যে ভারতীয় রুপির বন্ড চালু করতে যাচ্ছে। মূলত ঋণদাতা দেশগুলোর স্থানীয় মুদ্রায় ঋণ প্রদানের জন্য চাপের মাঝে ব্যাংকটি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে পৌঁছেছেন। আজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শেখ হাসিনার বৈঠক করার কথা রয়েছে। চার বছর পর দুই শীর্ষ নেতার মধ্যে হতে যাওয়া বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সামনে এগিয়ে নেওয়ার পাশাপাশি বৈশ্বিক প্রেক্ষাপটে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় জোর দেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি