ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

চাঁদের বুকে অবতরণ করে ইতিহাস গড়ল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫২, ২৩ আগস্ট ২০২৩

বুধবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের বুকে অবতরণ করে দেশটির চন্দ্রযান-৩। এর মধ্য দিয়ে চাঁদে সফল ভাবে মহাকাশযান অবতরণকারী দেশের তালিকায় চতুর্থ হিসাবে নাম লেখাল ভারত (আমেরিকা, রাশিয়া এবং চিনের পরেই)। 

চন্দ্রযানটির ল্যান্ডার ‘বিক্রম’-এর চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছে বলে খবরে বলা হয়েছে। চাঁদের দক্ষিণ মেরুর তথ্য এখনো অজানা রয়েছে। 

চন্দ্রযান-৩ সফল হওয়ায় চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারা প্রথম দেশ  ভারত।

এদিকে দক্ষিণ ভারতের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন। বুধবার সেখান থেকেই তিনি বিক্রমের অবতরণ প্রত্যক্ষ করেন। ইসরোর সরাসরি সম্প্রচারে চোখ রাখেন মোদী।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি