ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

আগামী ব্রিকস সম্মেলনের আয়োজক হতে চায় রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৫, ২৩ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকসের তিন দিনব্যাপী শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেফতারি পরোয়ানা থাকায় তিনি স্বশরীরে সম্মেলনে যাননি। 

ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, তার দেশ রাশিয়া আগামী সম্মেলনের আয়োজন করতে চায়। 

ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে রুশ প্রেসিডেন্ট পুতিন ব্রিকসের সদস্য দেশ ব্রাজিল, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজান শহরে আমন্ত্রণ জানান।  বক্তব্যে পুতিন কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহন চুক্তি থেকে বের হয়ে আসার পক্ষে যুক্তি  দেন। তিনি বলেন, মস্কো চায় যুদ্ধ শেষ হোক। যুদ্ধ শুরুর জন্য তিনি পশ্চিমাদের দায়ী করেন। 

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি