ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

পশ্চিমবঙ্গের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ২৭ আগস্ট ২০২৩

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জনের বেশি। 

আজ রোববার স্থানীয় সময় সকাল ১০টার দিকে জেলার নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার মোষপোল পশ্চিমপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী সূত্রে এ তথ্য জানা গেছে। বারাসাত জেলা পুলিশ ও কমব্যাট ফোর্স ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীদের সঙ্গে উদ্ধারকার্য চালাচ্ছে।

স্থানীয়রা জানান, বিস্ফোরণে কংক্রিটের বাড়ি ধসে গেছে। ৫০ থেকে ১০০ মিটার দূরে ছিটকে পড়েছে মানুষের দেহ। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অন্তত ১০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

খবর পেয়ে স্থানীয় দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে গ্রামবাসী তাদের একাধিক গাড়ি ভাঙচুর করেছে। গ্রামবাসীর অভিযোগ, পুলিশের মদতেই চলছিল বেআইনি এই বাজি কারখানা। 

স্থানীয়রা বলছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বেশ কিছু মৃতদেহ এখনো ধ্বংসস্তূপে আটকে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

এর আগে গত ১৬ মে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল অন্তত ৯ জনের। এর পাঁচ দিনের মধ্যে গত ২১ মে কলকাতার অদূরে বজবজের একটি বাড়িতে বাজি বিস্ফোরণকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই এবার নীলগঞ্জের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি