ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চাঁদে বড় গর্তের সামনে চন্দ্রযানের রোভার প্রজ্ঞান, তারপর...

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৪, ২৮ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

চাঁদের দক্ষিণ মেরুতে নামা ভারতের চন্দ্রযান-৩ এর রোভার বিক্রম চলার পথে বড় গর্তের মুখে পড়েছিল। চার মিটার দীর্ঘ সেই গর্তের ছবিও পাঠিয়েছে প্রজ্ঞান।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো টুইটারে সোমবার জানিয়েছে, চলার পথে একটি গর্তের মুখোমুখী হয় প্রজ্ঞান পরে তাকে নিরাপদ পথে পাঠানো হয়েছে। 

ছয় চাকার এই সৌরচালিত রোভারটি পূর্ব নির্ধারিত ম্যাপ ছাড়াই চাঁদের মাটিতে ঘোরাঘুরি করছে। সেই সাথে ছবি ও  বৈজ্ঞানিক তথ্য পাঠাচ্ছে প্রজ্ঞান।

আর মাত্র দশ চন্দ্র দিবস পরই শেষ হবে ভারতের চন্দ্রযান ৩ মিশন। তাই যতো দ্রুত সম্ভব সাধ্যমতো চাঁদের আশপাশের এলাকার তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে ইসরোর সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। 

সূত্র: এনডিটিভি

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি